মোবাইল দিয়ে কিভাবে ফ্রিলান্সিং শিখব
ফ্রিলান্সিং পেশা স্বাধীন ও মুক্ত পেশা হওয়াতে কমবেশি আমাদের সবার কাছে এটি প্রিয়।আজকের আধুনিক যুগে বেশিরভাগ মানুষ ফ্রিলান্সিং এর প্রতি আগ্রহি।কিন্তু ফ্রিলান্সিং শিখতে গিয়ে সবার প্রথমে বাঁধা হয়ে দাড়ায় ভালমানের ল্যাপটপ বা কম্পিউটার যা আমাদের সবার কাছে থাকেনা বা সবার কেনার সামর্থ্য থাকেনা।কিন্তু আজকের আধুনিক যুগে সবার কাছে স্মার্ট মোবাইল ফোন রয়েছে। ইন্টারনেটের সহজলভ্যতার কারনে মোবাইল ফোন আয়ের একটি শক্তিশালি মাধ্যম হয়ে দারিয়েছে। ফ্রিলান্সিং এর সঠিক জ্ঞান ও আগ্রহ থাকলে মোবাইল ফোন হতে পারে আপনার আমার জীবনে আয়ের বড় হাতিয়ার। এই নিবন্ধে আমরা জানাবো মোবাইল দিয়ে কিভাবে ফ্রিলান্সিং শিখা যাই।
পোস্ট সূচিপত্রঃ মোবাইল দিয়ে কিভাবে ফ্রিলান্সিং শিখব
- মোবাইল দিয়ে ফ্রিলান্সিং শিখবো কি করেঃ
- মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করার ধাপ সমুহঃ
- মোবাইল দিয়ে ফ্রিলান্সিং শিখে যা যা কাজ করা যাইঃ
- মোবাইল দিয়ে কাজ করার সুবিধা ঃ
- শেষ কথা ঃ
মোবাইল দিয়ে ফ্রিলান্সিং শিখবো কি করেঃ
আমরা যেহেতু মোবাইল দিয়ে ফ্রিলান্সিং শিখতে চাই, এ ক্ষেত্রে আমাদের প্রথম ধাপে একটি ভালো মানের মোবাইল প্রয়োজন।কারন ফ্রিলান্সিং জগতের বিভিন্ন কাজ কন্টেন্ট রাইটিং,গ্রাফিক ডিজাইন,ভিডিও এডিটিং অ্যাফিলিট মার্কেটিং সহ আর অন্যান্য কাজ করতে ভালো পারফরম্যান্স এর মোবাইল ফোন প্রয়োজন। যেমন মোবাইল প্রসেসর দ্রুত কাজ সম্পন্ন হতে হবে, পর্যাপ্ত পরিমান র্যাম প্রয়োজন এবং ইন্টারনেট সংযোগ ভালো হতে হবে।
শুধু ভালো মানের মোবাইল ফোন হলে হবে না সবথেকে বড় প্রয়োজনীয় জিনিস হল আগ্রহের সাথে শেখার ইচ্ছা শক্তি ও ধৈর্য।
মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করার ধাপ সমুহঃ
- ধারনা লাভঃ প্রথমে ফ্রিলান্সিং সম্পর্কে আমাদের ভালভাবে ধারনা লাভ করতে হবে এবং এ বিষয়ে জ্ঞান থাকতে হবে যে এটি কিভাবে কাজ করে।।এর সবচেয়ে জনপ্রিয় কাজ গুল কি এসব বিষয়ের অপর আমাদের ধারনা নিতে হবে।এ ছারাও মোবাইল এ ইউটিউব ভিডিও ও গুগলে সার্চ করে দেখতে পারি।
- ভালো অ্যাপ নির্ধারণঃমোবাইল থেকে ভালো প্ল্যাটফরমের অ্যাপ নির্ধারণ করতে হবে যে প্ল্যাটফরমে আমরা কাজের জন্য আবেদন করতে পারি।যেমন ঃFiverr,Upwork,Freelancer ইত্যাদি প্লাতফরম।
- কাজ নির্ধারনঃ সবার আগে ঠিক করতে হবে আপনি কি নিয়ে কাজ করতে চান ।আপনার পছন্দ মত যে বিষয়ে আপনি ভালো জানেন এবং যেটি আপনার কাছে আগ্রহের বিষয় হতে পারে লেখালেখি,গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা ডাটা এন্ট্রি ইত্যাদি।
- কাজে চর্চাঃফ্রিলান্সিং এ সফল হতে হলে চর্চার বিকল্প নেই।মোবাইল দিয়ে নিজের শেখা কাজগুল বার বার চর্চার মাধ্যমে আমরা পারদর্শী হতে পারি।
মোবাইল দিয়ে ফ্রিলান্সিং শিখে যা যা কাজ করা যাইঃ
- কন্টেন্ট রাইটিং ঃফ্রিল্যান্সিং জগতে কনটেন্ট রাইটিং একটি জনপ্রিয় মাধ্যম।আপনারা যারা লেখালেখি করতে ভালবাসেন তারা মাইক্রোসফট ওয়ার্ড এর মত অ্যাপ ব্যবহার করে সহজে কনটেন্ট রাইটিং করতে পারে এবং ভালো মানের আয় করতে পারেন।
- গ্রাফিক ডিজাইন ঃযারা গ্রাফিক ডিজাইনের কাজে পারদর্শী তারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন লোগো তৈরি করে এবং বিভিন্ন ছবি তৈরি করে ভালো দামে বিক্রি করতে পারেন।
- ভিডিও এডিটিং ঃআমাদের যাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে তারা মোবাইলের মাধ্যমে ইউটিউবে ভিডিও এডিটিং করে বিভিন্ন মাধ্যমে ইনকাম করতে পারি।
- ডাটা এন্ট্রি ঃআপনারা যারা ডাটা এন্ট্রি কাজে পারদর্শী তারা গুগল সেট বা এক্স এল অ্যাপসের মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ করে মাসে অনেক টাকা আয় করতে পারে।
- অনুবাদ ঃআমরা যদি কেউ বিভিন্ন ভাষায় পারদর্শী হয়ে থাকি তাহলে আমরা অনুবাদ করে মোবাইলের মা ধ্যমে টাকা ইনকাম করতে পারি এবং Google Translate app মাধ্যমেও করতে পারি।
অনলাইন টিউশন ঃআমরা যদি অনলাইনে ছাত্র-ছাত্রীদের পড়াতে চায় তাহলে zoom বা google meetমাধ্যমে টিউশনি করিয়ে টাকা আয় করতে পারি।
মোবাইল দিয়ে কাজ করার সুবিধা ঃ
সহজলভ্য ঃমোবাইল ফোন ছোট ও হালকা হওয়ায় এটা আমরা যেখানে সেখানে হাতের মুঠোয় ক্যারি করতে পারি। কোথাও আমরা ভ্রমণ করতে গেলেও আমরা আমাদের কাজ মোবাইল ফোনের মাধ্যমে করতে পারি এতে আমাদের কোন অসুবিধা হয় না।
খরচ কম ঃমোবাইল ফোন ল্যাপটপ বা কম্পিউটারের তুলনায় অনেক অর্থ সাশ্রয়ী। সবাই ল্যাপটপ বা কম্পিউটার টাকার অভাবে কিনতে পারেনা তাদের জন্য মোবাইলে ফ্রিল্যান্সিং করা অনেক ভালো একটা মাধ্যম
ইন্টারনেট এক্স এর সুবিধা ঃমোবাইলে ইন্টারনেট সংযোগ সুবিধা অনেক ভালো। আমরা দূরে কোথাও গেলে মোবাইলে দ্রুত এমবি ভরে ইন্টারনেট সংযোগ দিতে পারি।
যোগাযোগ সহজ ঃমোবাইল ফোনের মাধ্যমে ক্লাইন্ট দের সাথে সহজে যোগাযোগ করা যায় এবং ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সহজে যোগাযোগ করা যায়।
কাজের সময় সাশ্রয় ঃমোবাইল ফোনের মাধ্যমে দ্রুত কাজ করা যায় এতে আমাদের কাজের সময় সাশ্রয় হয়। এ সময় আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি।
সত্যিই মোবাইল দিয়ে ইনকাম করার এত সুযোগ রয়েছে আগে জানতাম না আপনার আর্টিকেল পড়ে জানলাম ধন্যবাদ আপনাকে |
সত্যিই আমার অজানা ছিল কিভাবে সম্ভব চেষ্টা করবো দেখি কি করা যায়
ধন্য বাদ প্রতিনিয়ত বিভিন্ন তথ্য জানতে সেবাঘর ওয়েবসাইটের পাশে থাকুন