আর্টিকেল লেখার নিয়ম।লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
আর্টিকেল লেখার নিয়ম এবং লেখালেখি করে আয় করার ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এই আর্টিকেল এ।আপনি যদি আর্টিকেল লিখে আয় করতে চান তাহলে পুরো আর্টিকেলটি ভালোভাবে পড়ে নিবেন। লেখালেখি করে আয় করার বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারনা দেয়া হয়েছে।
সুচিপত্রঃআর্টিকেল লেখার নিয়ম
- আর্টিকেল লেখার নিয়ম
- বাংলায় আর্টিকেল লেখার নিয়ম
- SEO ফ্রেন্ডলি আর্টিকেল বা কন্টেন্ট লেখার নিয়ম
- ওয়েবসাইট SEO এর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব
- লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
- বাংলায় লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
- ইংরেজি আর্টিকেল লেখার নিয়ম
- ইংরেজিতে লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
- ব্লগে আর্টিকেল লেখার নিয়ম
- ব্লগে আর্টিকেল লিখে আয় করার উপায়
- ফেসবুকে লেখালেখি করে আয়
আর্টিকেল লেখার নিয়ম
আর্টিকেল লেখার নিয়ম নিয়ে আজকের পোস্টটি আপনাদের জন্য। আর্টিকেল লিখার আগে আমাদের বিষয়টি নির্বাচন করতে হবে যে আমরা কোন বিষয়ে আর্টিকেল লিখতে চাই। এবং সে বিষয়টি নিয়ে লিখতে হবে যে বিষয়ে মানুষ প্রতিনিয়ত গুগলে সার্চ করে। কনটেন্ট লেখার ক্ষেত্রে কি ওয়ার্ডের গুরুত্ব অনেক বেশি কারণ সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে না পারলে আমরা ভালো কন্টেন্ট লিখতে পারবো না এবং সঠিক কন্টেন্ট লিখতে না পারলে আমরা সফলতা অর্জন করতে পারবনা।
প্রথমে গুগলে প্রতিনিয়ত সার্চ হয় এমন কিওয়ার্ড আমাদের নির্বাচন করতে হবে। কিওয়ার্ড টি অবশ্যই লং কীওয়ার্ড হতে হবে। এবং ভূমিকার শুরুতে প্রথম কয়েক লাইনে মূল কথা তুলে ধরতে হবে যাতে পাঠক বুঝতে পারে এবং পুরো কনটেন্টি পড়তে আগ্রহী হয়। এবং কনটেন্ট এর মধ্যে প্রথমে একটি সূচিপত্র ব্যবহার করতে হবে সূচিপত্রে হেডিং এ পোষ্টের মূল কথাটি তুলে ধরতে হবে। এবং কনটেন্ট এর মধ্যে সর্বনিম্ন দশটি হেডিং ব্যবহার করতে হবে।
এবং হেডিং এর মধ্যে সর্বনিম্ন তিনটি প্যারা ব্যবহার করতে হবে। প্রতিটি প্যারা তিন থেকে সাড়ে তিন লাইনের মধ্যে হতে হবে। এবং অধিক প্যারা হলে সাব হেডিং ব্যবহার করতে হবে। এবং কনটেন্ট এর মধ্যে তিনটি ইমেজ ব্যবহার করতে হবে।এবং কনটেন্ট এর মধ্যে আরো পড়ুন সেকশন তৈরি করতে হবে এবং এই সেকশনে আপনারা যে কি ওয়ার্ড লিখছেন সেই কি ওয়ার্ডের সাথে মিল রেখে সামঞ্জস্য কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যাতে পাঠক একটি পোস্ট পড়তে এসে তার পছন্দের আরো পোস্ট গুলো পড়তে পারে।
বাংলায় আর্টিকেল লেখার নিয়ম
বাংলা আর্টিকেল লেখার নিয়ম জানতে হলে আপনাকে প্রথমে SEO ফ্রেন্ডলি বিষয়ে ভালোভাবে ধারণা থাকতে হবে। আমরা অনেকে লেখালেখি করতে ভালোবাসি লেখালেখি কে আয়ের মাধ্যম হিসেবে নিতে চাই । সেক্ষেত্রে আটিকেল লেখার নিয়ম সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে এবং বাংলায় আর্টিকেল লিখতে হলে আমাদের প্রথমে আমাদের একটি নিস বা বিষয় নির্ধারিত করতে হবে। যে জিনিস নিয়ে মানুষ প্রতিনিয়ত সার্চ করে গুগলে।
এবং সে বিষয়গুলোর ওপর ভালো ধারণা নিয়ে আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল লেখার সময় পাঠকের চাহিদা তুলে ধরতে হবে এবং অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না যাতে পাঠক বিরক্ত হয়। আর্টিকেলটি সহজ-সাবলীল এবং চলিত ভাষায় লিখতে হবে জাতে পাঠকের পড়তে সুবিধা হয়। এবং আর্টিকেলের ভূমিকাতে প্রধান কয়েকটি বাক্য লিখতে হবে যেখানে ফুটিয়ে তুলতে হবে আপনার আর্টিকেলের পুরো সারমর্মটি যাতে পাঠক পুরো আর্টিকেলটি পড়তে আগ্রহী হয়।
এবং পাঠককে আপনারা ওয়েবসাইটে অনেক সময় রাখার জন্য আরো বিভিন্ন প্রাসঙ্গিক কনটেন্ট লিখতে হবে।এবং আর্টিকেলটি বিভিন্ন ছোট ছোট প্যারায় বিভক্ত করে লিখতে হবে যাতে কনটেন্টি দেখতে সুন্দর দেখায় এবং পাঠকের পড়তে আগ্রহ হয় যেন তাদের বুঝতে অসুবিধা না হয়।আপনি আর্টিকেল লিখে আয় করতে চাইলে এভাবে আর্টিকেল লেখার পরে SEO নীতিমালা অনুসরণ করে আপনার আর্টিকেলটি পোস্ট করতে পারেন।
SEO ফ্রেন্ডলি আর্টিকেল বা কন্টেন্ট লেখার নিয়ম
এস ই ও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়মগুলো অনুসরন করলে আপনার কনটেন্ট সহজেই সার্চ ইঞ্জিনে র্যাংক করাতে পারবেন। ভিজিটররা কোন বিষয়ে জানতে গুগলে লিখে সার্চ করলে আপনার আর্টিকেলটি সাধারণত প্রথমে সার্চ ইঞ্জিনের রাঙ্কিং এ শো করানো হবে। সাধারণ আর্টিকেল এবং এস ই ও আর্টিকেলের মধ্যে পার্থক্য হল গুগলে কেউ কোন বিষয় নিয়ে সার্চ করলে এস ই ও আর্টিকেল সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় শো করানোর জন্য বিভিন্ন নিয়ম কানুন মেনে আর্টিকেল লিখতে হয়।
সাধারণ আর্টিকেল থেকে এস ই ও ফ্রেন্ডলি ভাবে আর্টিকেল লিখলে আপনি কন্টেন্ট লিখে আয় করতে সফল হবেন। একজন ব্লগারকে আর্টিকেল লিখে সফল হওয়ার জন্য অবশ্যই এস ই ও ফ্রেন্ডলি নিয়মে আর্টিকেল লিখতে হবে। এবং তারপরে এমন একটি কিওয়ার্ড নির্বাচন করতে হবে যেটা লিখে মানুষ প্রতিনিয়ত সার্চ করে। কি ওয়ার্ডটি অবশ্যই লং টেল কিওয়ার্ড হতে হবে এবং সেটি পাঁচ থেকে দশ শব্দের মধ্য হলে ভালো হয়।এবং কনটেন্ট এর শুরুতে ভূমিকার মধ্যে প্রথমে চার লাইনে কনটেন্টের সমগ্রভাগ তুলে ধরতে হবে।
যাতে পাঠক বুঝতে পারে পুরো কনটেন্ট এর মধ্যে তার জানার সকল বিষয় রয়েছে ।এতে করে পাঠক আগ্রহ সহকারে পুরো কনটেন্টি পড়বে । তারপরে কনটেন্টে সর্বনিম্ন দশটি হেডিং ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটি হেডিং সর্বনিম্ন তিনটি প্যারা এবং সর্বোচ্চ পাঁচটি প্যারা লিখতে হবে। প্রতিটি প্যারার মধ্যে তিন থেকে সাড়ে তিন লাইনের মতো লিখতে হবে।অতিরিক্ত হেডিং ব্যবহার করতে চাইলে সাব হেডিং করতে হবে। এবং কনটেন্ট এর মধ্য ফোকাস কিওয়ার্ড দশবার ব্যবহার করতে হবে।
পোস্ট সূচিপত্র তৈরি করতে হবে এবং সেখানে প্রত্যেকটি হেডিং এ লিংক যুক্ত করতে হবে যাতে পাঠক যে বিষয়টি পড়তে চায় সেখানে লিঙ্কে চাপ দিয়ে যেন তার পছন্দের বিষয়টি পড়তে পারে। এবং পোষ্টের মধ্যে আরো পড়ুন সেকশন তৈরি করতে হবে। এবং সেখানে একই পোস্ট রিলেটেড লিংক দিতে হবে। এতে পাঠকরা একটি পোষ্টের মধ্যে এসে তাদের আরো প্রয়োজনীয় পোস্টগুলো দেখতে পারবে এবং আপনার পোষ্টের মধ্য অতিরিক্ত সময় অতিবাহিত করবে ।
এতে আপনার ওয়েবসাইট তাড়াতাড়ি র্যাঙ্ক করতে সফল হবে। এছাড়াও আরো কিছু নিয়ম আছে যেমন লেখা জাস্টিফাই আকারে রাখতে হবে যাতে লেখা চারিদিকে সমান থাকে।পোষ্টের মধ্যে তিনটি ইমেজ বসাতে হবে ইমেজগুলো অবশ্যই পোস্ট রিলেটেড হতে হবে এবং প্যারার শুরুতে একটি ভূমিকা বাটন রাখতে হবে। উপরোক্ত এ সকল নিয়ম কানুন মেনে একটি এস ই ও ফ্রেন্ডলি আর্টিকেল লিখা সম্ভব।
ওয়েবসাইট SEO এর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব
ওয়েবসাইট এস ই ও ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যারা আর্টিকেল লিখে আয় করতে চাই তাদের জন্য ভালো কিওয়ার্ড রিসার্চ করে কনটেন্ট এস ই ও ফ্রেন্ডলি ভাবে লিখতে হবে। কারণ একটি কিওয়ার্ড আপনার কনটেন্টকে সবার উপরে র্যাঙ্ক করাতে পারে। কিওয়ার্ড নির্বাচনের সময় আমাদের অবশ্যই আমাদের এমন কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে কিওয়ার্ড লিখে মানুষ প্রতিনিয়ত গুগলে সার্চ করে।
পাঠকের চাহিদা অনুযায়ী আপনি কি ওয়ার্ড নির্বাচন করুন এবং সেই কিওয়ার্ড দিয়ে কন্টেন লিখুন। এবং কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে আমাদের সব সময় লংটেল কিওয়ার্ড নির্বাচন করতে হবে। কারণ লং টেল কি ওয়ার্ড এ সার্চ ভলিয়ম কম থাকে এতে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করতে সহজ হবে। লংটেল কিওয়ার্ড ৮ থেকে ১০ শব্দের মধ্য হলে ভালো হয়। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে শর্টটেলের সাথে সম্পর্কিত কি ওয়ার্ড যা মানুষ প্রতিনিয়ত সার্চ করে ।
এ বিষয়গুলো শর্ট টেলের সাথে যোগ করে লং টেল বানাতে পারি।সঠিক কিওয়ার্ড নির্বাচনের জন্য আমরা গুগলে ফ্রিতে ইউবার বা কিওয়ার্ড জেনারেটর পেয়ে থাকি এগুলা ব্যবহার করে আমরা সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এছাড়া যারা নিয়মিত কনটেন্ট লিখেন তারা লক্ষ্য রাখবেন আপনার কোন কনটেন্ট গুলোতে বেশি ভিজিটর আসে এবং ভালো র্যাঙ্কিং করছে সেই বিষয়গুলো নির্বাচন করে সে বিষয় প্রাসঙ্গিক কিওয়ার্ড নির্বাচন করে কনটেন্ট লিখতে পারেন। এতে আপনার ওয়েবসাইটটি ভালো র্যাঙ্কিং করতে পারবে।
লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
ট আজকের ইন্টারনেট দুনিয়াতে আমরা সবাই ইন্টারনেটের উপর নির্ভর হয়ে পড়েছি।আপনারা অনেকেই জানেন ইন্টারনেট ব্যবহার করে অনেক ব্যক্তি অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে আয় করে সফল হচ্ছে। এর মধ্যে একটি হল অনলাইনে লেখালেখি করার মাধ্যমে আয় করা। পৃথিবীতে আমাদের মধ্য অনেক মানুষ আছেন লেখালেখি করতে অনেক ভালবাসেন এবং নিজের ক্রিয়েটিভিটি অন্যের কাছে দেখাতে ভালোবাসেন।এরকম ধরনের অনেক মানুষ লেখালেখি করে আয় করার ওয়েবসাইট গুলো খুঁজে থাকেন। এই ওয়েবসাইটের মাধ্যমে ইনকামের টাকা বিকাশের মাধ্যমে পাওয়া যায় দেখে এটি সবার কাছে সুবিধা জনক ও পছন্দনীয়। এ ধরনের লেখালেখি করার সাইট দুই ধরনের হয়ে থাকে। আপনি যদি ইংরেজি বিষয়ে পারদর্শী হয়ে থাকেন এবং ইংরেজি ভাষা যদি ভালো বোঝেন তাহলে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট গুলোতে আপনি পছন্দমত কনটেন্ট লিখে পোস্ট করতে পারেন।
তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মানুষ প্রতিনিয়ত কোন বিষয়ে সার্চ করে সে বিষয়ের উপর খেয়াল রেখে সার্চ করে আপনাকে কন্টেন্ট লিখতে হবে।প্রতিনিয়ত কনটেন্ট লিখলে ভালো আয় করা সম্ভব। এছাড়াও আপনারা যারা ইংরেজি কনটেন্ট লিখতে পারেন না কিন্তু বাংলা লিখতে পারদর্শী তারা বাংলা কনটেন্ট লিখে ভালো আয় করতে পারবেন। আমাদের দেশে আপনাদের মত অনেক কন্টেন্ট রাইটার আছে তারা বাংলা ও ইংরেজিতে বিভিন্ন ধরনের কনটেন্ট লিখে মাসে অনেক টাকা আয় করছে।
বাংলায় লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
আপনাদের মধ্যে যারা বাংলা ভাষা ভালো বোঝেন বাংলা লিখতে পারদর্শী এবং নিজের ভাবগুলোকে লিখে প্রকাশ করতে পছন্দ করেন তারা আয় করতে লেখালেখি কে আয়ের মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন । ভালো মানের রাইটার হতে হলে আপনাকে স্বল্প সময়ের জন্য আপনাকে একটি প্রশিক্ষণ নিতে হবে। যাতে আপনি এস ই ও ফ্রেন্ডলি ভাবে কন্টেন্ট লিখতে পারদর্শী হয়ে উঠতে পারেন। আপনি দুইটি মাধ্যম ব্যবহার করে বাংলা আর্টিকেল লেখালেখি করে আয় করতে পারেন।
যেমনঃআপনি নিজে একটি ব্লগার ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। সেখানে আপনি প্রতিনিয়ত বাংলা কনটেন্ট লেখালেখি করে অর্থ উপার্জন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে মানুষ প্রতিনিয়ত গুগলে কোন বিষয়ে কনটেন্ট সার্চ করে। এ বিষয়গুলো নির্ধারণ করে এস ই ও মেনটেন করে আপনি যদি প্রতিনিয়ত কনটেন্ট লিখে পাবলিস্ট করতে থাকেন এখান থেকে আপনি ভালো করে অর্থ উপার্জন করতে পারবেন।
আপনি লেখালেখিকে আপনার জীবনের ফুল টাইম অথবা পার্ট টাইম জব হিসেবে বেছে নিতে পারেন। এছাড়াও আপনি অন্যর ওয়েবসাইটে তার নির্দেশনা অনুযায়ী সেলারির বিনিময়ে কনটেন্ট লিখে কাজ করতে পারেন। এছড়াও আপনি বিভিন্ন নিউজ পেপার ওয়েবসাইটে কাজ করতে পারেন এছাড়াও বিভিন্ন ফ্রিল্যান্সিং সেক্টর আপওয়ার্ক,ফাইবার এসব ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মাধ্যমে একটি শক্তিশালী একাউন্ট তৈরি করতে পারেন। এখানে আপনি কাজের বিনিময়ে টাকা উপার্জন করতে পারবেন।
ইংরেজি আর্টিকেল লেখার নিয়ম
বাংলা আর্টিকেল লিখার নিয়ম মেনে প্রায় ইংরেজি আর্টিকেল লিখা হয়। আমরা যারা ইংরেজি ভাষা ভালো বুঝি এবং ইংরেজি বিষয় দক্ষতা আছে তারা ইংরেজি আর্টিকেল লিখতে পারি। ইংরেজি যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সে ক্ষেত্রে তাই অধিকাংশ ভিজিটর ইংরেজি কনটেন্ট সার্চ করে। ইংরেজি আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোন বিষয়ের উপর মানুষে সার্চ করে সে বিষয়গুলো রিসার্চ করে আমাদের আর্টিকেল লিখতে হবে।
অন্যথায় আমরা আর্টিকেল লিখলে সফল হতে পারব না বরং ব্যর্থ হব। ইংরেজিতে SEO মেনটেন করে করে আর্টিকেল লিখতে হলে আমাদের কিছু স্বল্প সময়ের জন্য প্রশিক্ষণ নিতে হবে তাহলে আমরা ভালোভাবে আর্টিকেল লিখতে পারবো। আমাদের ভুমিকা পয়েন্টে অল্প কয়েক লাইনের মধ্যে আমাদের মূল বিষয়টি তুলে ধরতে হবে যাতে পাঠক পুরো কনটেন্টি পড়তে আগ্রহী হয়। এবং লেখার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে বানান ভুল করা যাবে না।
এছাড়াও এর সাথে সঙ্গতপূর্ণ আরো কনটেন্ট লিখতে হবে যাতে পাঠক একটি কন্টেন্ট পড়তে এসে অনেকক্ষণ সময় আমাদের ওয়েবসাইটে ব্যয় করে। এস ই ও নীতিমালা অনুসরণ করে এইভাবে কনটেন্ট লিখে পাবলিস্ট করলে আপনার কনটেন্ট থেকে আয় করা সম্ভব। ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেজন্য ইংরেজি কনটেন্টের চাহিদা অনেক বেশি। আপনি ইচ্ছে করলে নিজে ওয়েবসাইট বানিয়ে ব্লগ তৈরি করে সেখানে নিয়মিত বিভিন্ন কন্টেন্ট লিখে পোস্ট করে আয় করতে পারেন ।
ইংরেজিতে লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
ইংরেজি যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এক্ষেত্রে পৃথিবীর এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সাথে নিজের মনের ভাব প্রকাশ করে ইংরেজি ভাষার মাধ্যমে। পৃথিবীর সকল মানুষের কাছে যেহেতু ইংরেজি ভাষায় পরিচিতি আছে সেক্ষেত্রে মানুষের কোন কিছু জানার ইচ্ছা হলে গুগলে, ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ করার ক্ষেত্রে অধিকাংশ মানুষ ইংরেজিতে সার্চ করে থাকে। আপনি যদি ইংরেজি ভাষার উপর দক্ষ হয়ে থাকেন তাহলে নিচে কয়েকটি লেখালেখি করে আয় করার জন্য জনপ্রিয় ওয়েবসাইট দেয়া হলো।
ফ্রিল্যান্সার (Freelancer) ঃবর্তমানে ইন্টারনেট দুনিয়াতে ঘরে বসে অনলাইনে ইনকাম করার জন্য মার্কেট প্লেসে বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে তার মধ্যে একটি হলো freelancer.com অন্যতম। এই ওয়েবসাইটে বিভিন্ন ফ্রিল্যান্সিং জব রয়েছে তার মধ্যে একটি হলো ইংরেজি কনটেন্ট রাইটিং। আপনি যদি ইংরেজি ভাষার উপর ভালো দক্ষ হয়ে থাকেন এক্ষেত্রে আপনি ইংরেজি কনটেন্ট লিখে ভালো আয় করতে পারবেন। তবে আর্টিকেলটি SEO ফ্রেন্ডলি হতে হবে।
আপ ওয়ার্ক (Upwork) ঃফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনলাইনে ইনকাম করার আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট হল আপওয়ার্ক। এখানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ করে আয় করার পাশাপাশি আপনি যদি ইংরেজি ভাষা ভালোভাবে বোঝেন তাহলে আপওয়ার্ক এ আপনার জন্য অনেক ভালো ভালো কাজ রয়েছে তারমধ্যে একটি হল ইংরেজি কনটেন্ট রাইটিং। আপনি একটি কোর্সের মাধ্যমে এস ই ও ফ্রেন্ডলি ভাবে ইংরেজি আর্টিকেল লেখার নিয়ম শিখে কন্টেন্টে লিখে প্রতিটি কন্টেণ্টের জন্য ৫ থেকে ১০ ডলার করতে পারবেন।
ফাইবার (Fiverr) ঃফ্রিল্যান্সিং জগতে ফ্রিল্যান্সার এবং আপ ওয়ার্ক ওয়েবসাইটের মত ফাইবার একটি জনপ্রিয় ওয়েবসাইট। ছাত্র-ছাত্রীদের জন্য লেখাপড়ার পাশাপাশি ঘরে বসে অনলাইনে বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ তার মধ্যে একটি হল ইংরেজি কনটেন্ট রাইটিং করে এই ওয়েবসাইট থেকে ভালো ইনকাম করা যায়। এই ওয়েবসাইটে কাজ করতে হলে প্রথমে আমাদের একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে নিজের প্রোফাইল তৈরি করতে হবে। এখানে আপনি পার্ট টাইম অথবা ফুল টাইম জব করে আয় করতে পারেন।
ব্লগে আর্টিকেল লেখার নিয়ম
আপনি যদি ঘরে বসে ব্লগে আর্টিকেল লিখে আয় করতে চান তাহলে আপনাকে নিজস্ব একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হবে। ব্লগ ওয়েবসাইট হলো এমন একটি মাধ্যম যেখানে বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি করে আয় করার সুযোগ রয়েছে। ব্লগ ওয়েবসাইটে দুইভাবে লেখালেখি করে আয় করা যায় একটি ইংরেজি মাধ্যম অন্যটি বাংলা মাধ্যম। আপনি যে বিষয়ের উপর দক্ষ সে বিষয়ের উপর আপনাকে আপনার নিজস্ব ব্লগে নিয়মিত কনটেন্ট লিখতে হবে।
কনটেন্ট লিখার আগে অবশ্যই আমাদের ভালো কিওয়ার্ড রিসার্চ করা জানতে হবে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন ওয়ার্ডগুলো গুগলে নিয়মিত সার্চ হয় এবং ভিসিটরা যে কীওয়ার্ডের উপর কন্টেন্ট পড়তে আসে সে কীওয়ার্ড নির্বাচন করতে হবে। অবশ্যই ব্লগে আর্টিকেল লিখার পূর্বে আমাদের SEO ফ্রেন্ডলি শিখতে হবে। আর্টিকেলের মধ্যে অহেতুক কোন কিছু লিখা যাবে না এবং পাঠকের চাহিদার দিকে খেয়াল রাখতে হবে।
পাঠক কোন বিষয় জানতে বেশি আগ্রহী সেগুলো বিষয় সার্চ করে আমাদের কন্টেন্ট লিখতে হবে। এবং কনটেন্ট এর মধ্যে আরো একই রিলেটেড আরো কনটেন্ট যুক্ত করতে হবে যাতে একটি কন্টেন্ট পড়তে এসে ভিজটররা আমাদের ব্লগে অনেক সময় ব্যয় করে। আর্টিকেলে অবশ্যই মূল কথাগুলো তুলে ধরতে হবে যাতে পাঠক পড়ে অনুপ্রানিত হয় এবং পরবর্তী কনটেন্ট পড়ার জন্য আগ্রহ প্রকাশ করে। সর্বনিম্ন পনেরশো শব্দের মধ্য আর্টিকেল লিখতে হবে।
ব্লগে আর্টিকেল লিখে আয় করার উপায়
ঘরে বসে আয় করার আরেকটি উপায় হলো ব্লগে আর্টিকেল লিখে আয় করা। এজন্য আপনাকে নিজস্ব একটি ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনার যদি আর্টিকেল লিখার উপর ভালো ধারণা না থাকে তাহলে আপনি একটি কোর্সের মাধ্যমে এস ই ও ফ্রেন্ডলি ভাবে আর্টিকেল লিখার নিয়ম শিখে নিতে পারেন।আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়মিত কন্টিন্ট লিখে আয় করতে পারেন। আপনি বাংলা ভাষায় অথবা ইংরেজি ভাষায় নিয়মিত কনটেন্ট লিখতে পারেন।
কনটেন্ট লিখার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে গুগলে প্রতিনিয়ত সার্চ করা হয় এমন কিওয়ার্ড যে বিষয়ের ওপর পাঠকরা জানতে বেশি আগ্রহী সেই বিষয়ে নির্বাচন করে নিয়মিত আপনার ব্লগে কন্টেন্ট লিখতে হবে। ইংরেজি কন্টিনেন্টে চাহিদা অনেক বেশি কারণ ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। এক দেশের মানুষ কোন দেশের সাথে ইংরেজি ভাষা মাধ্যমে যোগাযোগ করে। এজন্য ইংরেজি ভাষা প্রায় সবার কাছে পরিচিত।
ইংরেজিতে নিয়মিত কনটেন্ট লিখে আপনি প্রতিদিন একটি কনটেন্ট থেকে ১০ থেকে ১৫ ডলার আয় করতে পারেন।এছাড়াও বাংলা কনটেন্টে লিখে আপনি ভালো মানের আয় করতে পারেন। ভালো কনটেন্ট লিখতে পারলে নিয়মিত ভিজিটরের সংখ্যা বাড়তে থাকবে এবং ভিজিটার বাড়লে আমাদের আয়ের পরিমাণ বাড়তে থাকবে। ছাড়াও আপনার ব্লগে গুগল এডসেন্সের বিজ্ঞাপন লাগিয়ে ভালো আই করতে পারবেন ।
ফেসবুকে লেখালেখি করে আয়
বর্তমানে ইন্টারনেট দুনিয়াতে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ একটি জনপ্রিয় মাধ্যম। আপনি যদি একজন ভালো কনটেন্ট রাইটার হয়ে থাকেন তাহলে আপনি নিয়মিত ফেসবুকে কনটেন্ট লিখে ভালো আয় করতে পারবেন।আমরা জানি অনলাইনে কনটেন্ট লিখে আয় করা মাধ্যম হচ্ছে ব্লগিং।ঠিক তেমনভাবে ফেসবুকে লেখার প্রক্রিয়াকে বলা হয় ফেসবুক ব্লগিং। ফেসবুকে ব্লগিং করার জন্য আপনাকে একটি নিজস্ব ফেসবুক পেজ তৈরি করতে হবে। এবং সেখানে নিয়মিত কনটেন্ট লেখালেখি করে আয় করতে পারেন এছাড়াও ফেসবুকে লেখালেখি করার জন্য আলাদা আরো কিছু উপায় রয়েছে।
অ্যাফিলিয়েট মার্কেটিং ঃ যদি আপনার ফেসবুক পেজে ভালো ফলোয়ার থাকে তাহলে ফেসবুকে কন্টন্ট লিখে আয় করার ভালো একটি উপায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হল একটি যৌথ পার্টনারশিপ প্রোগ্রাম সেখানে আপনি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আপনার ফেসবুক লিংক এর মাধ্যমে সেল করে কমশন পেতে পারবেন। আপনার ফেসবুক পেজে প্রোডাক্টটি সম্পর্কে ভালো রিভিউ দিয়ে লিখতে হবে যাতে প্রোডাক্টটি কিনতে সবাই আগ্রহী হয়। আপনি এখানে যত ভালো বিক্রি করতে পারবেন তত বেশি কমিশন পাবেন।
ফেসবুক মার্কেটপ্লেস ঃ ফেসবুক মার্কেটপ্লেস বলতে বোঝায় ক্রেতা বিক্রেতার মাঝে ক্রয় বিক্রয় করার একটি প্ল্যাটফর্ম। এখানে আপনি আপনার নিজস্ব প্রোডাক্ট অথবা অন্য কোন কোম্পানির প্রোডাক্ট বিক্রয়ের জন্য সেই প্রোডাক্টের এর ব্যাপারে ভালোভাবে বিস্তারিত লিখে রিভিউ করতে হবে যাতে ক্রেতার মন আকর্ষিত হয় ।যাতে প্রোডাক্টটি কিনতে ক্রেতারা আগ্রহ প্রকাশ করে । এর মাধ্যমে আপনার ব্যবসা ভালোভাবে লাভবান হবে। তবে সেখানে কোন মিথ্যা ইনফরমেশন দেয়া যাবে না এতে ব্যবসার ক্ষতি হবে।
শেষ কথা ঃ আর্টিকেল লেখার নিয়ম
মাশাল্লাহ ভালো লাগলো পড়ে