বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের সহজ উপায়
বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের সহজ উপায় এবং কার্যকারী কিছু পদ্ধতি রয়েছে যে
পদ্ধতি অবলম্বন করলে মাটি ছাড়ায় সহজে সবজি চাষ করতে পারবেন।এই পদ্ধতিতে পুষ্টিকর
দ্রবন এবং অন্যান্য উপকরনের সাহায্য মাটি ছাড়াই সবজি চাষ করা হয়।
আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে মাটি ছাড়া বারান্দায় সবজি চাষ করা যায় এবং
এই পদ্ধতি আমাদের জন্য কতটা সাশ্রয়ী, এবং পরিবেশ ও আমাদের শারীরিক ও মানসিক ভাবে
সুস্থ রাখতে কতটা উপকারি আশাকরি পুরোটা পড়লে বিস্তারিত জানতে পারবেন।
পোস্ট সুচিপত্রঃ বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের সহজ উপায়
- বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের সহজ উপায়
- বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের সুবিধা
- সবজি চাষে হাইড্রোপনিক পদ্ধতিতে লাভ
- মাটি ছাড়া গাছের যত্ন ও পুষ্টি
- মাটি ছাড়া চাষের জন্য সেরা সবজি
- বারান্দায় সবজি চাষ পরিবেশ বান্ধব উপায়
- সবজি চাষে হাইড্রোপনিক ও এরোপনিক পদ্ধতি ব্যবহারের পার্থক্য
- শেষ কথাঃ বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের সহজ উপায়
-
বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের সহজ উপায়
- বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের সহজ উপায় প্রিয় পাঠক আপনাদের জন্য। আপনারা যারা শহরে বসবাস করেন এবং জায়গা জমি কম আপনার চাইলে সহজে কিছু পদ্ধতি অবলম্বন করে নিজ বাসা বাড়িতে বারান্দায় মাটি ছাড়া সবজি চাষ করতে পারেন। বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের কিছু সহজ পদ্ধতি ও নীতিমালা আলোচনা করা হলো।
- হাইড্রোপনিক পদ্ধতি : বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের জন্য আপনারা চাইলে হাইড্রোপনিক পদ্ধতি অবলম্বন করতে পারেন। এই পদ্ধতিতে সবজি চাষের জন্য মাটির পরিবর্তে পানিতে সকল পুষ্টিগুণ দ্রাবক মিশ্রণ করা হয় এবং গাছের গোড়া থেকে শিকড় সম্পন্ন পানির পাত্রে রাখা হয়। একটি সিস্টেম ব্যবহার করা হয় যার মাধ্যমে গাছের শিকড় পর্যন্ত পুষ্টি পৌঁছায় এবং পানির দ্রবন থেকে পুষ্টি সঠিক প্রক্রিয়ায় গ্রহণের মাধ্যমে গাছগুলো বৃদ্ধি পেতে থাকে।
- এয়ার প্লান্ট পদ্ধতি : এই পদ্ধতি ব্যবহার করে বিশেষ ধরনের গাছ চাষ করা হয় যাদেরকে সাধারণত এয়ার প্লান্ট উদ্ভিদ বলা হয়। এয়ার প্লান্ট পদ্ধতিতে সবজি চাষের জন্য মাটি এবং পানির প্রয়োজন হয় না এরা সরাসরি বাতাস থেকে আদ্রতা এবং পুষ্টি শোষণ করতে সক্ষম হয়ে থাকে। মাঝেমধ্যে জাত ভেদে সপ্তাহে একবার পানি দেওয়ার প্রয়োজন হতে পারে।আলো বাতাস পূর্ণ জায়গায় রাখতে হবে তবে সূর্যের আলো সরাসরি প্রয়োজন পড়ে না।
- অগ্নি পাত্রে সবজি চাষ : এ পদ্ধতিটি একটি আধুনিক পদ্ধতি এ পদ্ধতিতে সবজি চাষের জন্য বিশেষ ধরনের একটি পাত্রের প্রয়োজন যা অগ্নিপাত্র নামে পরিচিত। অগ্নি পাত্রে মাছ ও উদ্ভিদ একসাথে চাষ করা যায়। এখানে মাছের ট্যাংকে থাকা পানি উদ্ভিদের পুষ্টি হিসেবে ব্যবহৃত হয়। উদ্ভিদ এ পুষ্টি গ্রহণ করে বৃদ্ধি পেতে থাকে আরেক দিকে উদ্ভিদ মাছের মধ্যে থাকা উপাদান শোষণ করে ট্যাংকের পানিগুলো পরিষ্কার করে। এ পদ্ধতিতে মাছ এবং সবজি উভয় চাষ করা যায়।
- কম্পোস্ট ব্যবহার : সবজি চাষের জন্য মাটির পরিবর্তে কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে। কম্পোস্ট সাধারণত পানির সাথে বিভিন্ন ধরনের খোসা যেমন কলার খোসা ,ডিমের খোসা অন্যান্য ফলের খোসা ভিজিয়ে একটি দ্রবণ তৈরি করা হয়। এই দ্রবণ পানির সাথে মিশিয়ে এর মধ্য বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায় মাঝেমধ্যে এসব দ্রবণযুক্ত পানি পরিবর্তন করে নতুন করে আবার ব্যবহার করতে হয়।
বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের সুবিধা
- বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের সুবিধা। বিশেষ করে যে সকল ব্যক্তিগণ শহরে এবং বাসা বাড়িতে বসবাস করে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে বারান্দায় মাটি ছাড়া সবজি চাষ করা যায়। আমরা গ্রামের মানুষেরা টাটকা সবজি নিজের জমিতে চাষাবাদ করে খেতে পারি। কিন্তু আপনারা শহরের লোকজন টাটকা সবজি খেতে পারেন না। আপনাদেরও তো ইচ্ছে করে নিজের হাতে সবজি লাগিয়ে টাটকা সবজি রান্না করে খেতে।
- কিন্তু ভাবছেন মাটি পাব কোথায় চাষ করবো কোথায় এসব বিষয় নিয়ে আর আপনাদের ভাবতে হবে না। সঠিক টেকনোলজি পদ্ধতি ব্যবহার করে এখন নিজে বাসা বাড়িতে মাটি ও জায়গা ছাড়াই চাষ করবেন টাটকা সবজি। শহরে জায়গা কম থাকে সঠিক মাটি পাওয়া যায় না এর জন্য অনেকে সবজি চাষ করতে পারেন না। মাটি ছাড়া সবজি চাষের সুবিধা হল এখানে চাষ করতে মাটি এবং বেশি জায়গা প্রয়োজন হয় না।
- আপনি চাইলে সহজে অল্প জায়গার মধ্যে অনেক সবজি মাটি ছাড়া চাষ করতে পারেন। বারান্দায় বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূলের গাছ লাগালে পরিবেশ সুন্দর থাকে এবং মনও ভালো থাকে। এছাড়া ও টাটকা শাকসবজি ও ফলমূল নিয়মিত খাওয়া যায় এতে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা ভালো থাকে। আপনি যদি শহরে বা গ্রামে বসবাস করেন আপনার বারান্দায় যেকোনো জায়গায় আপনি ইচ্ছে করলে পানি ছাড়া সবজি চাষ করে দেখতে পারেন।
সবজি চাষে হাইড্রোপনিক পদ্ধতিতে লাভ
- হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষের জন্য মাটির প্রয়োজন হয় না। বিশেষ করে আপনারা যারা শহর অঞ্চল এবং বাসাবড়িতে বসবাস করেন তাদের জন্য এ পদ্ধতিতে সবজি চাষ অত্যন্ত লাভজনক। এছাড়াও যে সকল এলাকায় মাটি খারাপ মানের হয়ে থাকে আপনার এই পদ্ধতি অবলম্বন করে সবজি চাষ করতে পারেন। এতে মাটি ও পানি উভয় সাশ্রয় হয়।
- অল্প জায়গায় অধিক ফলন :হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ করলে একসাথে একটি টবের মধ্যে অনেকগুলো গাছ রোপন করা যায়। গাছগুলো একে অপরের সংস্পর্শে থাকতে পারে এবং এই পদ্ধতিতে গাছগুলো সরাসরি পুষ্টিকর দ্রবণ সংগ্রহ করতে পারে মাটির উপর নির্ভরশীল হতে হয় না। গাছ গুলো দ্রুত বৃদ্ধি পায় এবং ফলন দ্বিগুণ হতে পারে।
- আরো পড়ুনঃ চন্দন গাছের উপকারিতা এবং চন্দন চাষ পদ্ধতি
- স্থান ও পানি সাশ্রয় : এ পদ্ধতিতে চাষের জন্য মাটির প্রয়োজন হয় না দেখে অল্প স্থানের মধ্যে একসাথে অনেক সবজি চাষ করা যায়। বিশেষ করে শহরাঞ্চল বাসা বাড়িতে জায়গা কম থাকায় বারান্দার মধ্যে অল্প জায়গায় এসব সবজি গুলো সহজে রোপন করা যায়। এছাড়াও হাইড্রোলিক পদ্ধতিতে সবজি চাষে মাটির সাথে সবজি চাষের তুলনায় প্রায় ৮০% থেকে ৯০% পানি ব্যবহার কম প্রয়োজন হয় এবং এতে পানির অপচয় কম হয় ।
- কীটনাশকের ঝুঁকি কমায়: হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ করতে মাটি ব্যবহারের প্রয়োজন হয় না দেখে বিভিন্ন মাটি জনিত রোগ এবং কীটপতঙ্গ থেকে মুক্তি পাওয়া যায়। এর ফলে সবজি চাষ করতে কীটনাশক সারের ব্যবহারের প্রয়োজন পড়ে না। কীটনাশক আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায় ।এ পদ্ধতিতে সবজি চাষ করে খেলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
- লাভজনক বাজার মূল্য: হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ করলে সবজিগুলো কীটনাশক মুক্ত হয় বাজারে এর চাহিদা বেশি দেখা যায় ফলে ভালো মূল্যে বিক্রি করা যায়। এই পদ্ধতিতে নির্দিষ্ট পরিবেশে নিয়ন্ত্রণ করা যায় দেখে প্রায় সারা বছর সবজি উৎপাদন করা সম্ভব, যা বাজারে সরবরাহ বাড়ায় এবং এর বাজরে ভালো মূল্য দিয়ে বিক্রি করা যায়।
মাটি ছাড়া গাছের যত্ন ও পুষ্টি
- মাটি ছাড়া গাছের যত্নে ও পুষ্টির জন্য হাইড্রোপনিক পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে গাছের যত্নে সূর্যের আলো সরাসরি প্রয়োজন পড়ে না তবে জায়গা আলো ও বাতাস পূর্ণ থাকতে হবে। এবং পানির পি এইচ ঠিক রাখতে হবে বিশেষ করে ক্ষার জাতীয় লবণাক্ত পানি এড়িয়ে চলতে হবে। চারপাশে আবদ্ধ রাখা যাবে না সঠিক পরিমাণের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা থাকতে হবে।
- মাটি ছাড়াই যেহেতু সবজি চাষ করবেন এইজন্য পানির সাথে পুষ্টিকর দ্রবণ যুক্ত করতে হবে যেমন নাইট্রোজেন মেশাত হবে যা গাছের কান্ড ও পাতা বৃদ্ধি করে এছাড়াও ফসফরাস শিকড় ও ফুলের জন্য ভালো। পটাশিয়াম বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় এছাড়াও আরো বিভিন্ন পুষ্টিকর উপাদান যেমন ম্যাগ্নেসিয়াম,ক্যালসিয়াম ব্যবহার করতে হবে প্রয়োজনীয় পুষ্টির জন্য।
- আপনারা চাইলে বাসা বাড়িতে থাকা বিভিন্ন আবর্জনা থেকে প্রাকিতিক সার তৈরি করতে পারেন বিভিন্ন সবজির খোসা,নষ্ট দুধ,ডিমের খোসা ইতযাদি ব্যবহার করে।এছাড়াও নিয়মিত গাছের গোড়া পরিষ্কার করতে হবে এবং পানি পরিশোধনের ব্যবস্থা করতে হবে। গাছের পাতা হলুদ হয়ে গেলে বুঝতে হবে পুষ্টির অভাব পড়ছে এক্ষেত্রে মাছের গোড়ায় সঠিক পুষ্টি দেয়ার ব্যবস্থা করতে হবে।গাছের সঠিক যত্ন নিলে দ্রুত বৃদ্ধি পায় এবং ফলন ভালো হয়।
মাটি ছাড়া চাষের জন্য সেরা সবজি
- মাটি ছাড়া চাষের জন্য সেরা সবজিগুলো আমাদের বেছে নেওয়া উচিত। এমন সবজিগুলো বেছে নিতে হবে যেগুলোর জন্য জায়গার পরিমাণ কম লাগে মাটি ছাড়া পানির মধ্যে অল্প জায়গায় অধিক সবজি চাষ করা যায়। বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের জন্য সব থেকে উত্তম লতা জাতীয় গাছ। মাটি ছাড়া সবজি চাষের জন্য অল্প জায়গার মধ্যে একটি পাত্রে পানি ব্যবহার করে সহজে সবজি চাষ করা যায়।
-
আরো পড়ুনঃআদার উপকারিতা ও খাওয়ার নিয়ম
- এই চাষের জন্য উপযোগী সবজি গুলোর মধ্য লেটুস পাতা, পালং শাক, ধনেপাতা, পুদিনা পাতা, টমেটো, মরিচ , ব্রকলি ,স্ট্রবেরি এবং বেগুন এসব গাছ পানির মধ্যে ভালো জন্মায়। এসব সবজি চাষ করতে জায়গার পরিমাণও কম লাগে অল্প জায়গার মধ্যে একসাথে অনেকগুলো সবজি চাষ করা যায়। সবজিগুলো কীটনাশক মুক্ত থাকায় স্বাদ এবং পুষ্টিগুণ বৃদ্ধি পায়। আমাদের শরীরে সঠিক পুষ্টি যোগান দিতে সাহায্য করে।
বারান্দায় সবজি চাষ পরিবেশ বান্ধব উপায়
- বারান্দায় সবজি চাষ পরিবেশ বান্ধব উপায় এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। বারান্দায় সবজি চাষ করলে শুধুমাত্র নিজেদের খাদ্য সরবরাহ করে না বরং পাশাপাশি পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই জানি গাছ পরিবেশের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বাতাসে অক্সিজেন বাতাসে ছাড়ে যা আমাদের স্বাস্থ্য এবং মানবদেহের জন্য অনেক উপকারী।
- এই পদ্ধতিতে সবজি চাষ করতে রাসায়নিক কীটনাশক এড়িয়ে চলা হয় যা আমাদের স্বাস্থ্যর জন্য অনেক উপকার এবং পরিবেশ বান্ধব। পরিবেশের বজ্র আবর্জনা হ্রাস করে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। কারণ বিভিন্ন খোসা থেকে বিভিন্ন রকম কম্পোস্ট জাতীয় জৈব সার তৈরি করা হয় এবং এগুলা আমরা জৈব সার হিসেবে প্রয়োগ করতে পারি ।এর ফলে পরিবেশের বজ্র আবর্জনা কমে যায় এবং আমরা কীটনাশক মুক্ত শাকসবজি খেতে পারি।
- বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের ফলে মাটির ব্যবহার হয় না মাটি সাশ্রয় এবং পানির ব্যবহার খুব সামান্য পরিমাণে হয়ে থাকে পানি অপচয় রোধ করে। আমরা প্রতিনিয়ত নিজের গাছ থেকে ভেজাল মুক্ত টাটকা সবজি খেতে পারি। গাছ পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে অধিক গরমে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং আমাদের মন-মানসিকতা ঠিক রাখে।
সবজি চাষে হাইড্রোপনিক ও এরোপনিক পদ্ধতি ব্যবহারের পার্থক্য
সবজি চাষে হাইড্রোনিক ও এরোপনিক পদ্ধতি ব্যবহারের পার্থক্য নিচে তুলে ধরা হল।
বিশেষ করে যারা শহরে বসবাস করেন জায়গার পরিমান কম সীমিত জায়গায় চাষ করতে চান
আপনারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অল্প যায়গায় সবজি চাষ করতে পারেন যে পদ্ধতি
আপনার জন্য সুবিধা জনক বলে মনে হয়।বিশেষ করে যারা নতুন তাদের জন্য হাইড্রোপনিক
পদ্ধতিতে চাষ করা ভালো বলে আমি মনে করি।
বিষয় | হাইড্রোপনিক পদ্ধতি | এরোপনিক পদ্ধতি |
---|---|---|
পুষ্টি সরবরাহ পদ্ধতি | গাছের শিকড় পুষ্টিকর পানির দ্রবনে নিমজ্জিত রাখা হয় এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে থাকে। | এরোপনিক পদ্ধতিতে গাছ বাতাসে ঝুলিয়ে রাখা হয় ।এবং গাছের শিকড়ে স্প্রে করার মাধ্যমে পুষ্টি দ্রব্য সংগ্রহ করে। |
পানির ব্যবহার | এই পদ্ধতিতে চাষ করতে পানির প্রয়োজন হয় তবে পানি গুলো পুনঃব্যবহার যোগ্য। | এই পদ্ধতিতে পানির পরমান খুব কম প্রয়োজন এবং পুনঃব্যবহার যোগ্য নয়। |
প্রয়োজনীয় উপকরন | পানির পাত্র,পাম্প, এবং গ্রো মিডিয়া প্রয়োজন হয়। | এয়ার পাম্প, নোজল, হাই প্রেসার স্প্রে ইত্যাদি। |
পরিচর্যা | এই পদ্ধতিতে সহজে গাছের পরিচর্যা করা যায়। | পরিচর্যা জটিল এবং প্রযুক্তি নির্ভর |
গতি বৃদ্ধি | গাছের দ্রুত বৃদ্ধি ঘটে তবে এরোপনিক পদ্ধতির থেকে কম। | অক্সিজেন সরাসরি সরবরাহ করে দেখে সবচেয়ে দ্রুত বৃদ্ধি ঘটে। |
খরছ মুল্য | তুলনামুলক কম খরছে চাষ করা যায়। | উন্নত সরঞ্জাম ব্যবহারের জন্য খরছের পরিপান বেশি। |
ঝুঁকি | তুলনামুলক ভাবে এই পদ্ধতিতে চাষ করলে ঝুঁকি কম থাকে। | উন্নত সরঞ্জাম ও প্রজুক্তির ব্যবহারের জন্য ঝুঁকির সম্ভবনা থাকে। |
উপযোগিতা | যারা নতুন তাদের জন্য এই পদ্ধতি সহজ এবং উপযোগি। | প্রযুক্তি দক্ষতা থাকলে তাদের জন্য এরোপনিক পদ্ধতি চাষের জন্য ভালো। |
শেষ কথাঃ বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের সহজ উপায়
বারান্দায় মাটি ছাড়া সবজি চাষের সহজ উপায় সম্পর্কে জেনে আশাকরি আপনারা উপকৃত
হয়েছেন। বিশেষ করে আপনারা যারা অল্প জায়গার মধ্যে চাষ করতে চান তাদের জন্য এটি
একটি সেরা বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে একদিকে যেমন
অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হওয়া যায় অন্যদিকে কীটনাশক মুক্ত টাটকা সবজি পাওয়া
যায় যা আমাদের স্বাস্থ্য এবং মন ভালো রাখতে সাহায্য করে।
আপনারা যদি শহরে বসবাস করেন অনেক সময় জায়গা কম থাকে তাহলে মাটির ঝামেলা ছাড়ায়
সবজি চাষ করে খেতে পারেন। অল্প জায়গার মধ্য আপনি বারান্দার অথবা ছাদে এক কোনায়
আলো বাতাস পূর্ণ জায়গায় এই পদ্ধতিতে সবজি চাষ করে খেতে পারেন।
সেভাঘর ডট কম ওয়েবসাইট এর নীতিমালা মেনে কমেন্ট করুন '#'
comment url