আমাদের সম্পর্কে জানুন

 সেবাঘর ওয়েবসাইট সম্পর্কে জানুন

সেবাঘর ওয়েবসাইট একটি ব্লগিং ওয়েবসাইট। আমাদের এই ওয়েবসাইটে আমরা সকল বিষয় নিয়ে রিসার্চ করে  সঠিক তথ্য  প্রদান করে থাকি।  এছাড়াও আমরা অনলাইনে ইনকাম, লাইফস্টাইল,  সুস্বাস্থ্য চিকিৎসা এবং আধুনিক কৃষি উন্নয়ন এসব বিষয়ে আধুনিক তথ্য দেয়ার চেষ্টা করে থাকি। আপনারা আমাদের আর্টিকেল গুলো পড়ার  মাধ্যমে আপনাদের প্রয়োজনীও সঠিক জ্ঞান আহরণ করতে পারবেন।

 সেবাঘর ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা মোছাঃ উম্মে কুলছুম

আমি (মোছা : উম্মে কুলছুম ) একজন উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটার এবং ব্লগার।আমি জন্মগ্রহণ করেছি রাজশাহী জেলায়। আমি একটি মধ্যবিত্ত পরিবারের বাবা-মায়ের সব থেকে বড় সন্তান।আমার জীবনটা আগেও খুব সুন্দর ছিল ভবিষ্যতেও সুন্দর থাকবে ইনশাআল্লাহ।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভবিষ্যতে একজন ডিজিটাল মার্কেটিংয়ের বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছি।

আমি ২০০০ সালে ৩ নভেম্বর  রাজশাহী জেলায় জন্মগ্রহণ করি। আমার জেলা রাজশাহী, উপজেলা মোহনপুর এবং ইউনিয়ন মৌগাছি।বর্তমানে আমি আমার স্বামীর সাথে গাজীপুরে থাকি।এবং সেখানে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় পিয়ার আলী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা  করছি।এবং আমি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করেছি। 

এবং ২০২৪ সাল থেকে আমি ডিজিটাল মার্কেটিং এ যাত্রা শুরু করি।এবং এখান থেকে ব্লগিং এবং উদ্যোক্তা কর্মজীবন শুরু করছি। আমার সবথেকে আনন্দের জীবন ছিল হাই স্কুল জীবন। সেখানে আমার অনেক বন্ধুবান্ধব ছিল সেইদিন গুলোর মত আনন্দ মজা হাসি আর নেই এখন শুধু ব্যস্তময় জীবন। সেই দিনগুলো মত সব বন্ধু  বান্ধব মিলে আইসক্রিম আর ঝাল মুড়ি খাওয়ার আড্ডা আর দেয়া হয় না। পুরনো দিনগুলো কত আনন্দের ছিল তা আজকে ব্যস্ত ময় জীবনে এসে অনুভব করছি।  

সেবাঘর  ওয়েবসাইটের ভবিষ্যৎ পরিকল্পনা 

তাহলে এবার আপনাদের সঙ্গে আমাদের সেবাঘর ওয়েবসাইটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা যাক। আপনাদের ইতিপূর্বে জানিয়েছি যে সেবাঘর ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইটের একটি ব্লগিং ওয়েবসাইট।সুতরাং আপনারা বুঝতেই পারছেন সেবাঘর ওয়েবসাইটে ব্লগিং জগতে মানুষের প্রয়োজনীয় সকল  বিষয়ে নির্ভুল তথ্য তুলে ধরার জন্য সেবাঘর ওয়েবসাইট সবসময় চেষ্টা করে থাকে। আশা করি আমাদের ওয়েবসাইট থেকে আপনারা সকল প্রয়োজনীয় তথ্য পেয়ে উপকৃত হবেন।

আপনারা সবাই জানেন আজকের দুনিয়ায় চাকরির বাজার অনেক কঠিন।লিখাপড়া করেও চাকরি পাওয়া যায় না।কত বেকার যুবক লিখাপড়া করে ঘরে বসে থেকে বাবা মা এর বোঝা হয়ে বেকার জীবন কাটাচ্ছে।তাই আমি ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য এবং বেকার মানুষের কর্মসংস্থান তৈরির জন্য সেবাঘর ওয়েবসাইট নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা চাইলে আপনার বেকার জীবনকে কাজে লাগানোর জন্য সেবাঘর ওয়েবসাইটে আর্টিকেল  লেখালেখি করে ইনকাম করতে পারেন ।

এবং নিজে কিছু অর্থ উপার্জনের একটি  রাস্তা তৈরি করতে পারেন  ভবিষ্যৎ জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে পারেন। সেবাঘর ওয়েবসাইটের ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে একজন ডিজিটাল মার্কেটিং এর বড় উদ্যোক্তা  হওয়া এবং বেকার মানুষদের প্রতিষ্ঠিত করা।ফ্রিল্যান্সিং করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব এবং বেকার যুবকরা দেশের হাল ধরতে পারবে এতে ভবিষ্যৎ আরও উজ্জ্বল  এবং সুন্দর হবে এজন্য সেবাঘর ওয়েবসাইট আপনাদের সহযোগিতা কামনা করছে। 

আসদসেবা ঘর ওয়েবসাইটের সাথে যোগাযোগের ঠিকানা

 
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Dream
    Dream ১০ নভেম্বর, ২০২৪ এ ৮:০৩ AM

    খুব সুন্দর হয়েছে

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সেভাঘর ডট কম ওয়েবসাইট এর নীতিমালা মেনে কমেন্ট করুন '#'

comment url